শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা মজবুত অর্থনীতির অন্যতম পূর্বশর্ত। আর তা নিশ্চিত করতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে চলতি ও আগামী অর্থবছর মিলিয়ে মোট ২.১১ লক্ষ কোটি রুপি শেয়ার মূলধন জোগানোর কথা ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
২৪ অক্টোবর ভারতের অর্থ মঙ্গলবার মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, ২.১১ লক্ষ কোটি রুপির মধ্যে ১.৩৫ লক্ষ কোটি রুপি আসবে বাজারের বন্ড থেকে। বাকি ৭৬ হাজার কোটি রুপি আসবে বাজেট বরাদ্দ থেকে।
এদিকে মার্চেন্টস চেম্বার অব কমার্সের ব্যাংকিং সাব কমিটির চেয়ারম্যান স্মরজিৎ মিত্র বলেন, “অনুৎপাদক সম্পদ খাতে আর্থিক সংস্থান-সহ বাসেল-৩ নীতি কার্যকর করতে শেয়ার মূলধন বাড়াতেই হতো। কিন্তু সে জন্য মূলধনী বাজারের উপর নির্ভর করা ঝুঁকির।”
তিনি আরও জানান, সরকার অর্থ সংগ্রহে ক্রমশ বাজারের উপর চাপ বাড়াচ্ছে। এক দিকে বিলগ্নিকরণ খাতে ৭০ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য। তার উপর এই বন্ডের প্রস্তাব। শেষ পর্যন্ত বন্ডের সিংহভাগই রাষ্ট্রায়ত্ত আর্থিক সংস্থাকে কিনতে হতে পারে বলে ধারণা করছেন তিনি।
পরিচালন খরচ হ্রাস, অনুৎপাদক সম্পদ কমানোর পাশাপাশি কেন্দ্র জোর দিচ্ছে একাধিক ব্যাঙ্ক মিশিয়ে বড় ব্যাঙ্ক গড়ার উপরে। যে পরিকল্পনার আজ অনেক দিনেরই।
ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অনুৎপাদক সম্পদ ২০১৫’র মার্চে ছিলো ২.৭৫ লক্ষ কোটি রুপি। যা ২০১৭’র জুনে বেড়ে দাঁড়িয়েছে ৭.৩৩ লক্ষ কোটি রুপি। এ ব্যাপারে অরুণ জেটলির মন্তব্য, “আগে তা আড়াল করা হতো, এখন সামনে আসছে।”
সূত্র : আনন্দবাজার
আজকের বাজার : এমএম / ২৫ অক্টোবর ২০১৭