ভারতে শিশু ধর্ষণের দায়ে যুবকের ফাঁসি

ভারতে শিশু ধর্ষণের দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিল রাজস্থানের এক আদালত। খবর আনন্দবাজার পত্রিকার।

শনিবার (২১ জুলাই) মামলার রায় ঘোষণার পরে সরকারি পক্ষের আইনজীবী জানান, ধর্ষণ বিরোধী নয়া আইনে রাজস্থানে এই প্রথম ফাঁসির রায় হল।

সম্প্রতি ধর্ষণ-বিরোধী নতুন আইন গৃহীত হওয়ার পরে এটাই প্রথম মৃত্যুদণ্ডাদেশ দিল দেশটির আদালত।

নতুন আইন অনুসারে, ১২ বছরের কম বয়সী কোনও নাবালিকাকে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। গত ডিসেম্বরে মধ্যপ্রদেশেও একই আইন তৈরি হয়েছে। পরে অরুণাচল প্রদেশে। একই আইন পাসের কথা চিন্তা করছে আসামও।

১৩টি শুনানি শেষে রাজস্থানের আদালত অভিযুক্ত যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে।

পুলিশ সূত্রের খবর, গত ৯ মে মা-বাবার অনুপস্থিতিতে ওলওয়ার জেলার লক্ষণগড়ের বাড়ি থেকে শিশুটিতে তুলে নিয়ে যায় ধর্ষক।

বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে দূরের একটা ফুটবল মাঠে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই কন্যাসন্তানকে।

২০ দিন হাসপাতালে থাকার পরে বেঁচে ফেরে শিশু।

উল্লেখ্য, নতুন আইনে অনূর্ধ্ব-১২ নাবালিকা ধর্ষণে সর্বনিম্ন শাস্তি ১৪ বছরের জেল।

আজকের বাজার/একেএ