ভারতের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে একটি শ্মশান ভবনের ছাদ ধসে অন্তত ২০ জন নিহত হয়েছে। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।
রাজধানী নয়াদিল্লীর উপকন্ঠে গাজিয়াবাদে রোববার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা জীবিতদের উদ্ধারে তল্লাশি অব্যাহত রেখেছে। এ পর্যন্ত ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। আহত ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ খবর জানায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মহীপাল সিং বলেছেন, আমরা এ পর্যন্ত ২০টি মরদেহের বিষয়ে নিশ্চিত হয়েছি। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে।
তিনি জানান, একজন বয়স্ক ব্যক্তিকে দাহ করতে এসে বৃষ্টি থেকে বাঁচতে এসব লোক শ্মশানের নির্মীয়মান একটি ভবনের নীচে আশ্রয় নিয়েছিল। কিন্তু প্রবল বৃষ্টির কারণে ভবনটির ছাদ ধসে পড়ে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, ভারতে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে থাকে।