ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের এক সংঘর্ষে অন্তত ১৪ জন মাওবাদী নিহত হয়েছেন। খবর এনডিটিভি’র।
রোববার (৫ আগস্ট) দেশটির ছত্তিশগড়ের সুকমায় শহরের নিকটে এই ঘটনা ঘটে।
খবরে বলা হয়, রোববার সুকমার গোল্লাপল্লি ও কন্তার মধ্যবর্তী অবস্থিত জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে মাওবাদীরা।
পুলিশ জানিয়েছে, রাজ্যের ডিসট্রিক্ট রিজার্ভ গার্ডের সদস্য, আধা-সামরিক বাহিনী সিআরপিএফ ও স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা জঙ্গলে দুই শতাধিক মাওবাদীর বিরুদ্ধে লড়াই করেছে।
ঘটনাস্থল থেকে ১৪টি রাইফেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে নিরাপত্তা বাহিনী পুরো মাওবাদীদের সন্ধানে এলাকায় তল্লাসি চালাচ্ছে। পুরো ঘটনার বিস্তৃত বর্ণনা পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সবচেয়ে বড় সংঘর্ষ হয় জুলাইয়ের মাঝের দিকে। তখন ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আট মাওবাদী নিহত হয়।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন কৌশল অবলম্বন করছে। আর এখন পর্যন্ত বেশ সফল রয়েছে।
আজকের বাজার/একেএ