ভারতের উত্তর প্রদেশে যাত্রীবাহী বাস ও একটি স্পোর্টস ইউটিলিটি গাড়ির (পিকআপ) মধ্যে মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
রাজ্যের রাজধানী লখনৌ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে পুরানপুরে শনিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে চলার কারণে চালক বিপরীত দিক থেকে আসা গাড়িটিকে দেখতে পায়নি এবং এর ফলেই সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজন এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
একজন চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে কমপক্ষে চারজনের অবস্থা গুরুতর।
বাসটি লখনৌ থেকে যাত্রীদের নিয়ে পুরানপুরে যাচ্ছিল বলে জানিয়েছেন পিলিভিত জেলা পুলিশ প্রধান জয় প্রকাশ।
তিনি বলেন, ‘এ দুর্ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং গাফিলতিপূর্ণ গাড়ি চালানোর অভিযোগে বাসচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রতিটি পরিবারের জন্য পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।