কর্নাটকের এক স্কুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনল রাজ্য পুলিশ। তাদের অপরাধ? সিএএ ও এনআরসি বিরোধী একটি নাটক মঞ্চস্থ করেছিল তারা। এখানে প্রধানমন্ত্রী মোদী ভাবমূর্তি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। শাহিন স্কুলের ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বাড়ানোর অভিযোগও এনেছে পুলিশ।
সমাজকর্মী নিলেশ রাক্ষালের অভিযোগের ভিত্তিতে আইপিসির ১২৪ (এ) ও ১৫৩ (এ) ধারায় মামলা করেছে পুলিশ। অভিযোগকারীর বক্তব্য, যে স্কুলের পড়ুয়াদের অপব্যবহার করে ২১ তারিখ একটি নাটক মঞ্চস্থ করা হয়, যেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি করা হয়েছে।
নিলেশ বলেন যে স্কুল প্রশাসন মুসলমানদের মধ্যে ভীতি সৃষ্টি করার চেষ্টা যে সিএএ ও এনআরসি এলে তাদের ভারত ছেড়ে চলে যেতে হবে। ফেসবুকে এই নাটকের ভিডিও দেখে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন বলে নিলেশ জানান। এই অভিযোগের ভিত্তিতে এখনও পুলিশ কোনও ব্যক্তিকে গ্রেফতার করেনি।
আজকের বাজার/লুৎফর রহমান