ভারতে সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত

ভারতে সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। খবর সিনহুয়া’র।

মঙ্গলবার (২৪ জুলাই) দেশটির উত্তর প্রদেশ রাজ্যের আগ্রা জেলার দারকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে স্থানীয় একটি বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চার ব্যক্তি নিহত হন। তিনি আরো জানান, এ ঘটনায় আহত ৫ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মারাত্মক এই সিলিন্ডার বিস্ফোরণ এতই ভয়াবহ ছিল যে আশপাশের কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙ্গে চুরমার হয়ে যায়।

পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

আজকের বাজার/একেএ