ভারতের মুম্বইয়ে একটি সেতু ধসে পড়ে যান চলাচল বিঘ্নিত হয়ে পড়েছে। এছাড়া সেতুর ধ্বংসাবশেষের নিচে এক ব্যক্তি আটকা পড়েছে। খবর সিনহুয়া’র।
মঙ্গলবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
সিনহুয়া’র খবরে স্থানীয় পুলিশের বরাত দিয়ে বলা হয়, মুম্বইয়ের গোখেলি ‘ব্রিজের’ একটি অংশ যা আন্ধেরির পূর্ব ও পশ্চিম অংশকে যুক্ত করেছে, সেই অংশটুকু ধসে পড়েছে।
সেতুতে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেতুর ধ্বংসাবশেষের নিচে এক ব্যক্তি আটকা পড়েছে জানান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক জ্যেষ্ঠ সংসদ সদস্য কিরিত সোমাইয়া।
রেল কর্মকর্তারা জানান, ওভারব্রিজটি ধসের কারণে রেল চলাচল বিঘ্নিত হচ্ছে।
আজকের বাজার/একেএ