ভারতে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

ভারতে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করেছে অন্য একদল ছাত্র।

বুধবার (১৮ জুলাই) দিল্লির জয়তি নগরে এ ঘটনাটি ঘটে।

নিহত ওই ছাত্রের নাম গৌরব (১৭)।

পুলিশ জানায়, গৌরব তার বাবা-মায়ের সঙ্গে দিল্লীর বাবরপাড়ায় থাকতেন। ঘটনার দিন গৌরব তার স্কুল শিক্ষকের সঙ্গে দেখা করতে গিয়েছিলো।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছুলে দেখে গৌরব গুরুতর জখম হয়ে পড়ে আছে। গৌরবের ভাই তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গৌরবকে মৃত ঘোষণা করেন।

পুলিশ এখন পর্যন্ত এ হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি। তবে দ্রুত এর সূরাহা মিলবে বলে জানিয়েছে পুলিশ।

আজকের বাজার/একেএ