ভারতের উত্তরাঞ্চলে স্কুলবাস গিরিখাদে পড়ে গেলে ছয় শিশু শিক্ষার্থীসহ অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় নয়জন।
দেশটির পুলিশ কর্তৃপক্ষ জানায়, শনিবার দেশটির হিমাচল প্রদেশের একটি পাহাড়ি সড়কে স্কুলবাসটি গভীর গিরিখাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতীয় পুলিশ কর্মকর্তা রোহিত মালপানি বলেন, দুর্ঘটনায় বাসটির চালকসহ ৫ থেকে ১৪ বছর বয়সী তিনজন শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও তিন শিক্ষার্থী।
দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।
প্রসঙ্গত, প্রতিবছর ভারতে সড়ক দুর্ঘটনায় দেড় লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। এসব সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গাড়ি চালনা, সড়ক অব্যবস্থাপনা এবং অত্যধিক যাত্রী নিয়ে যান চলাচলকে দায়ী করা হয়। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ