ভারতের উত্তর প্রদেশের একটি স্কুল বাস দর্ঘটনার কবলে পড়ে ১১ শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৭ জন। বৃহস্পতিবার বাসটি রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রেল ক্রসিংয়ে কোন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলো না।
দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তা আনন্দ কুমারের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, উত্তর প্রদেশের রাজধানী লক্ষেèৗর প্রায় ৩শ ২৩ কিলোমিটার পূর্বে কুশিনগর জেলার বেপুর্ভায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, আজ সকালে দ্রুতগামী একটি ট্রেন মনুষ্যহীন রেলক্রসিংয়ে স্কুলবাসকে ধাক্কা দিলে ১১ শিশু নিহত ও অপর সাতজন মারাত্মকভাবে আহত হয়। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
কর্মকর্তারা জানান, থাউই-কাপাতানগঞ্জ যাত্রীবাহী ট্রেনটি একটি স্কুলবাসকে অনেক জোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় যেসব শিক্ষার্থী নিহত হয় তাদের অধিকাংশের বয়স ১০ বছরের নিচে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, ট্রেনটি সিওয়ান থেকে গোরাখপুরে যাচ্ছিল।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ইয়োগি অদিতিয়ানাথ এ ঘটনায় নিহত প্রত্যেক শিশুর পরিবারকে ২ হাজার ৯শ ৯৪ ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।
এদিকে কর্তৃপক্ষ দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে।
রাসেল/