ভারতে মাওবাদীদের চালানো এক স্থলবোমা বিস্ফোরণে ঝাড়খন্ড জাগুয়ার বাহিনীর ৬ জওয়ান নিহত হয়েছেন। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।
মঙ্গলবার (২৬ জুন) ঝাড়খন্ড রাজ্যের গারওয়া জেলায় এ ঘটনা ঘটে।
গারওয়া পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল(ডিআইজি) বিপুল শুকলা জানান, পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে, গারওয়ার চিনজো এলাকায় কয়েকজন মাওবাদী অবস্থান করছিল।
নিরাপত্তাকর্মীরা সন্ধ্যার দিকে ওই এলাকায় গেলে, মাওবাদীরা স্থলবোমা বিস্ফোরণ ঘটায়। তাদের লক্ষ্য করে উন্মুক্তভাবে গুলি ছোড়ে। এতে ঝাড়খন্ড জাগুয়ার বাহিনীর ছয় জওয়ান নিহত হন। আহত হন বেশ কয়েকজন।
উল্লেখ্য, ঝাড়খন্ড জাগুয়ার বাহিনী হচ্ছে রাজ্যের পুলিশ বাহিনীর একটি বিশেষ শাখা।
আজকের বাজার/একেএ