ভারতের ছত্তিশগড়ে স্থলমাইন বিস্ফোরণে ৫ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। এনডিটিভি’র সূত্রে এসব তথ্য জানা যায়।
রোববার (২০ মে) ওই নিরাপত্তা সদস্যরা ছত্তিশগড় রাজ্যের দান্তেওয়াদা জেলার ছলনা গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৩ জন ছত্তিশগড় সেনাবাহিনীর সদস্য এবং বাকি ২ জন জেলা পুলিশ বাহিনীর সদস্য।
এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের সার্চ অপারেশন চলাকালে এই বিস্ফারণ ঘটে।
তবে পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে মাওবাদীরা ৫টি স্বয়ংক্রিয় রাইফেল কেড়ে নিয়ে গেছে। এ ঘটনার পর আহতের উদ্ধার করে বিমানে করে রাজ্যের রায়পুর হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ