ভারতের তেলেঙ্গানা রাজ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২২ জন। খবর সিনহুয়া’র।
মঙ্গলবার (২৯ মে) রাত ৯টার দিকে রাজ্যের করিমনগর শহরের কাছে সিনরিলা এলাকায় একটি ট্রাক যাত্রীবাহী একটি বাসকে অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
বাসে মোট ৩০ যাত্রী ছিল। দুর্ঘটনায় ৭ জন প্রাণ হারান। আহত হন ২২ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি ওয়ারাংগল থেকে করিমনগর যাচ্ছিলো।
দুর্ঘটনায় হতাহতের ঘটনায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও গভীর শোক প্রকাশ করেছেন।
আজকের বাজার/একেএ