ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৬ শিক্ষার্থীসহ ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ জন। খবর খালিজ টাইমস’র।
রোববার (১০ জুন) রাতে রাজ্যের কানুজ জেলার কাছে আগ্রা-লক্ষ্ণৌ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খালিজ টাইমস’র খবরে বলা হয়, কানুজ জেলার তিরওয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। শিক্ষার্থীরা কানুজ জেলার কাছে আগ্রা-লক্ষ্ণৌ মহাসড়কে এক বাস থেকে আরেক বাসে জ্বালানী নেয়ার সময় অপর একটি বাস তাদের উপর উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন।
স্থানীয় এক গণমাধ্যমে বলা হয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ছয় শিক্ষার্থী ও এক শিক্ষক। আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।। তাদের অবস্থা আশঙ্কাজনক। তারা সান্তকাবিরনগর জেলা থেকে পার্শ্ববর্তী উত্তরখন্ড রাজ্যের তীর্থ নগরী হরিদ্বারে যাচ্ছিল।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
আজকের বাজার/একেএ