ভারতের গুজরাটে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৪ জন।
শনিবার (২৩ জুন) দেশটির পুলিশ একথা জানিয়েছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, শুক্রবার রাতে রাজ্যের আরেলি জেলার ভাবনগর-সোমনাথ মহাসড়কের একটি ছোট ব্রিজের কাছে প্রায় ৩২ আরোহীবাহি একটি ট্রাক মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
তিনি জানান, এই ঘটনায় সাত জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহতদের নিকটস্থ একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।
আজকের বাজার/একেএ