ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ট্রাক ও কারের মধ্যে মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।
মঙ্গলবার (২৬ জুন) রাজ্যের মালদা জেলার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, আজ সকালে একই পরিবারের চারজনসহ পাঁচজনকে বহন করা একটি গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তারা প্রাণ হারান।
পরিবারটি রামপুরহাট এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার পর মালদার বাড়িতে ফিরছিল।
ওই কর্মকর্তা জানান, এ ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
আরজেড/