ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।
সোমবার (০৯ জুলাই) প্রদেশটির সোনভদ্র জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, দশ যাত্রী নিয়ে একটি গাড়ি সোমবার সন্ধ্যার দিকে সড়কের মধ্যবর্তী ডিভাইডারে ধাক্কা খেলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ৪ জন প্রাণ হারায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতদের সবাই ছত্রিশগড়ের বাসিন্দা। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিক তদন্ত থেকে ইঙ্গিত মিলেছে যে, গাড়িটি দ্রুত গতিতে চলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
বিশ্বে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে ভারতে। সাধারণত নিয়মবহির্ভূত গাড়ি চালনা ও খারাপ সড়ক ব্যবস্থার কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে।
আজকের বাজার/এমএইচ