ভারতে একটি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।
বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে উত্তরাখন্ডের তিহরি জেলার চাম্বা শহরে উত্তরাখন্ড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
দ্য হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুত্বর। তাদেরকে হেলিকপ্টারে করে দ্রুত হৃষিকেশ শহরের ‘অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে’ নিয়ে যাওয়া হয়েছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর এক সূত্র জানিয়েছে, বাসটি উত্তরকেশির বাদকত থেকে ৩০ জন যাত্রী নিয়ে হরিদ্বার যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৭.৪৫ এর দিকে সুলিয়াধার এলাকার কাছে আসার পর আচমকা চাকা পিছলে ২৫০ মিটার গভীর খাদে পড়ে গেলে এতে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও স্থানীয়রা।
আজকের বাজার/একেএ