ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

ভারতের মহারাষ্ট্রে মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৪ জন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে মহারাষ্ট্রের পুনে-সাতারা মহাসড়কের ব্যারিকেডে একটি ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

হতাহতদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। একটি টেম্পো ট্রাকে করে পুনে থেকে সাতারার দিকে যাচ্ছিলেন তারা।

প্রাথমিক জানা গেছে, নিহত শ্রমিকদের বেশিরভাগের বাড়ি কর্নাটক প্রদেশে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা রনদিভ জানান, দুর্ঘটনাস্থলে একটা বিপজ্জনক ঢাল রয়েছে। সম্ভবত, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি ঢালের দিকে গড়িয়ে আট-দশ ফুট নিচে পড়ে যায়।

রাসেল/