ভারতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।

পুলিশ কর্মকর্তা জানান, রাজ্যের কর্ণাল জেলার সামানা বাহু গ্রামের কাছে মহাসড়কে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একটি গাড়িকে পেছন দিক থেকে আসা অপর একটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, এ সংঘর্ষের ফলে কারটি বিভাজকের উপর দিয়ে রাস্তার অপর পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কারটিতে থাকা সকল যাত্রী নিহত হয়। এদের মধ্যে তিনজন নারী রয়েছে। তারা একই পরিবারের সদস্য ছিল।

ওই কর্মকর্তা জানান, এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

আরজেড/