ভারতে হিন্দুত্ববাদী বজরং দলের অস্ত্র মিছিল

ভারতের হিন্দুত্ববাদী বজরং দলের পক্ষ থেকে ধারালো অস্ত্রশস্ত্রসহ মিছিল করা হয়।ভারতের পুরুলিয়া জেলার আরসা থানা এলাকার বেলদি ভুরসা গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল রোববার রামনবমী উৎসব পালনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্নস্থানে হিন্দুত্ববাদী নানা সংগঠনের পক্ষ থেকে তলোয়ার, কুঠার, বড় কাটারি, গদা, ত্রিশূলের মতো অস্ত্র নিয়ে মিছিল করা হয়।

হিন্দুত্ববাদী বজরং দলের পক্ষ থেকে ধারালো অস্ত্রশস্ত্রসহ মিছিল করাকে কেন্দ্র করে পুরুলিয়া জেলার আরসা থানা এলাকার বেলদি ভুরসা গ্রামে স্থানীয় বাসিন্দা ও বজরং দলের সদস্যদের মধ্যে সংঘর্ষের  ঘটনা ঘটে। ওই ঘটনায় ১ জন নিহত হওয়ার পাশাপাশি ৪ জন আহত হয়।

পুলিশ বাহিনী গোলযোগ থামাতে গেলে তারাও আক্রান্ত হয়।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।

আজকের বাজার/আরজেড