ভারতে বিশাল হিমবাহ ধসে বাঁধ ভেঙে মৃতের সংখ্যা সোমবার বেড়ে ১৪ হয়েছে। কর্মকর্তারা এ কথা জানান।
রোববার উত্তরাখন্ড রাজ্যের চামোলি জেলার জোশিমঠে হঠাৎ হিমবাহটি ভেঙে পড়ে। এতে অলকানন্দা ও ধউলিগঙ্গা নদীর পানি বিপদসীমার উপরে উঠে যায়।
এছাড়া বাঁধ ঘিরে গড়ে ওঠা পানিবিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত ১৭০ কর্মী নিখোঁজ রয়েছে। তাঁদের উদ্ধারে কাজ চলছে বলে জানা গেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দল, সেনাবাহিনী ও নৌবাহিনী একযোগে কাজ করছে।
দুর্ঘটনাস্থলে চিকিৎসক দল রয়েছে। জসীমঠ এলাকায় ৩০ শয্যার একটি হাসপাতালও প্রস্তুত রাখা হয়েছে।
উত্তরাখন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত রোববার ঘটনাস্থলে গেছেন। তিনি বলেছেন, উদ্ধার কার্যক্রম জোরালোভাবে চালানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজ চলছে।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার কথাও জানিয়েছেন।