ভারতে ২৪ ঘণ্টায় অর্ধ লক্ষ করোনা রোগী শনাক্ত

ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ হাজার ২১০ করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত এ সংখ্যা বেড়ে ৮৩ লাখ ৬৪ হাজার ৮৭ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় আরও ৭০৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে এ সংখ্যা পৌঁছেছে এক লাখ ২৪ হাজার ৩১৫ জনে, খবর সিনহুয়া।

দেশটিতে প্রায় দুই সপ্তাহ পর এক দিনে ৫০ হাজারের বেশি রোগী শনাক্ত হলো।

ভারতে এখনও পাঁচ লাখ ২৭ হাজার ৯৬২ জন সক্রিয় কোভিড আক্রান্ত রোগী রয়েছেন এবং এ পর্যন্ত সফলভাবে নিরাময় ও হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৭৭ লাখের বেশি মানুষকে।

বৃহস্পতিবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) থেকে এ প্রকাশিত তথ্যে বলা হয়, বুধবার পর্যন্ত ভারতে করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ কোটি ৪২ লাখ ৮ হাজার ৩৮৪টি। এর মধ্যে শুধু বুধবারই পরীক্ষা করা হয়েছে ১২ লাখ নয় হাজার ৪২৫টি।

এদিকে, দেশটির রাজধানী দিল্লিতে গত কয়েক দিনে বেড়েছে করোনা সংক্রমণের মাত্রা। দিল্লির নতুন সংক্রমণকে করোনার তৃতীয় ঢেউ হিসেবে অভিহিত করা হচ্ছে।