ভারতে এক দিনে মহামারী করোনাভাইরাসে এই প্রথমবারের মতো চার হাজারেরও বেশি মানুষের মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শনিবার সরকার একথা জানায়। খবর এএফপি’র।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড-১৯ রোগে নতুন করে আরো ৪ হাজার ১৮৭ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৩৮ হাজার ২৭০ জনে দাঁড়ালো।
এতে আরো বলা হয়, এক দিনে ভারতে নতুন করে আরো ৪ লাখ ১ হাজার ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে সনাক্তের সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ১৯ লাখে দাঁড়ালো