ভারতে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৮১ জনের করোনা পজিটিভ এসেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার ডন অনলাইনের খবরে এমন তথ্য জানা গেছে।
এমন এক সময় বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, যখন সরকার নতুন করে লকডাউন বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।
এদিকে দেশটিতে নতুন করে ৩৩৪ জনের মৃত্যুর পর প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৩৭ জনে।
ভারতে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার সংখ্যা ৫২ শতাংশ। এক লাখ ৯৪ হাজার ৩২৫ জন করোনা থেকে সেরে উঠেছেন।
আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরেই ভারতের অবস্থান।
সরকার ফের লকডাউনে যাচ্ছে বলে গণমাধ্যমের খবর উড়িয়ে দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, ভারতকে আরও বেশি লকডাউন থেকে সরে আসার কথা ভাবতে হবে। লোকজনের ক্ষয়ক্ষতি যাতে কমে আসে, তা নিয়ে ভাবতে হবে।
ভারতের সবচেয়ে আক্রান্ত রাজ্যগুলো হলো, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও নয়াদিল্লি।