ভারতের কলকাতায় ৪০ কোটি রুপি মূল্যের মাদকসহ ৫ জন চীনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতা পুলিশের একজন সিআইডি জানান, তারা ভারতে বিপুল পরিমাণে মাদক নিয়ে আসে ব্যবসা করার জন্য। কিন্তু সে সুযোগ তারা এবার পায়নি।
শনিবার কলকাতা স্টেশনের বাইরে এসব চীনা নাগরিকদের গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ১৯৭ কেজি 'আম্ফিট্যামিন ট্যাবলেট' উদ্ধার করে। প্লাস্টিকের ব্যাগে করে তারা এসব মাদকদ্রব্য বহন করতেছিল।
বিশ্বে এই মাদক অনেক দামি। এছাড়া তাদের কাছ থেকে ৫টি মোবাইল, ৬০টি ডেবিট কার্ড, ও ভারত-চীনের অনেক সিম কার্ড বাজেয়াপ্ত করে পুলিশ।
আজকের বাজার/একেএ