আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া।
ফাইনালে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডেরই রিচার্ড ইলিংওয়ার্থ এবং রিচার্ড ক্যাটেলবোরা।
এই নিয়ে দ্বিতীয়বার বিশ^কাপের ফাইনালে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেলেন ক্যাটেলবোরা। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ফাইনাল পরিচালনা করেছিলেন ৫০ বছর বয়সী ক্যাটেলবোরা।
ঐ ফাইনালে ক্যাটেলবোরা সঙ্গী ছিলেন শ্রীলংকার কুমার ধর্মসেনা। চলমান বিশ^কাপের সেমিফাইনালেও অনফিল্ড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইলিংওয়ার্থ এবং ক্যাটেলবোরা। ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমিতে ইলিংওয়ার্থ এবং অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিতে ছিলেন ক্যাটেলবোরা।
২০০৯ সালের নভেম্বরে একই দিনে আইসিসির আম্পায়ার তালিকায় অন্তর্ভুক্ত হন ইলিংওয়ার্থ এবং ক্যাটেলবোরা।
আইসিসির বর্ষসেরা আম্পায়ার হিসেবে ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন ইলিংওয়ার্থ এবং ক্যাটেলবোরা।
এছাড়া কালকের ফাইনালে তৃতীয় আম্পায়ার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলস এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি। ম্যাচ রেফারির হিসেবে থাকবেন জিম্বাবুয়ের এন্ডি পাইক্রফট।(বাসস)