ভারত ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করবে

ভারত যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে ইরানের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে যাচ্ছে। খবর সাউথ এশিয়ান মনিটরের।

সম্প্রতি নয়া দিল্লি সফররত ইরানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দুই দেশ এ সিদ্ধান্ত নেয়।

বৈঠকে ইরানি দলের নেতৃত্ব দেন উপ পররাষ্ট্রমন্ত্রী ড. সাইদ আব্বাস আরাগশি।

সাউথ এশিয়ান মনিটরের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য আলোচনা শুরুর আগ দিয়ে ইরানের প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত নেয় ভারত।

বৈঠকের ব্যাপারে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পরস্পরের জন্য লাভজনক বহুমুখী দ্বিপাক্ষিক সহযোগিতায় গতি অব্যাহত রাখার ব্যাপারে উভয়পক্ষ একমত হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরও ইরান থেকে ভারতে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত থাকার স্পষ্ট ইংগিত দেয়া হয় বিবৃতিতে।

এতে বলা হয়, গত ফেব্রুয়ারিতে ইরানি প্রেসিডেন্ট রুহানির ভারত সফরের সময় নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেছে দুই পক্ষ।

বিশেষ করে এতে কানেকটিভিটি এবং বাণিজ্য ও অর্থনৈতিক ইস্যুগুলোতে সহযোগিতা জোরদারের কথা বলা হয়।

আজকের বাজার/একেএ