ভারত বৃহস্পতিবার তাদের একশ’ কোটিতম কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ দিয়েছে। অতি দ্রুত গতিতে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়ার পর বিগত ছয় মাসে তারা এসব টিকা দিলো। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
সরকারের দেয়া তথ্য অনুযায়ী, ভারতের মোট একশ’ ৩০ কোটি জনসংখ্যার মধ্যে প্রাপ্তবয়স্ক প্রায় তিন-চতুর্থাংশ নাগরিককে টিকাদানের কাজ ইতোমধ্যে শেষ করা এবং দেশটির প্রায় ৩০ শতাংশ লোককে দুই ডোজ কোভিড ভ্যাকসিন দেয়া হয়েছে।