ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে যাওয়ার আগে থেকেই ভারত এবং আমেরিকার মধ্যে নতুন বাণিজ্য চুক্তির কথা শোনা গিয়েছিল।
ভারত ও আমেরিকার মধ্যে খুব শীঘ্রই নতুন বাণিজ্য চুক্তি হতে চলেছে। মঙ্গলবার নিউ ইয়র্কে রাষ্ট্র সংঘের সাধারণ সভায় যৌথ সাংবাদিক সম্মেলনে সেই ইঙ্গিতই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দুই রাষ্ট্রনেতার যৌথ সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদী বলেন, “ট্রাম্প হিউস্টনে আসায় আমি কৃতজ্ঞ, উনি আমার ভালো বন্ধু। উনি ভারতেরও ভালো বন্ধু।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমাদের মধ্যে (ভারত-আমেরিকা) খুব বড় বাণিজ্য চুক্তি হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে খুব শীঘ্রই আমাদের মধ্যে নতুন একটা বাণিজ্য চুক্তি হতে চলেছে।”
আজকের বাজার/লুৎফর রহমান