ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ সত্ত্বেও মঙ্গলবার একটি চীনা গবেষণা জাহাজ শ্রীলঙ্কার চীন পরিচালিত দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটা বন্দরে প্রবেশ করেছে। কর্মকর্তারা এ কথা জানান।
বন্দর কর্মকর্তারা বলেছেন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে আলোচনার পর শ্রীলঙ্কার জলসীমায় থাকাকালীন কোনো গবেষণা করবে না এই শর্তে ইউয়ান ওয়াং-৫ জাহাজটি ডক করার অনুমতি দেওয়া হয়েছে।