বিদায়ী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আগের দুই মাসে মোট ৪৪৫ জন ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন,‘দুই মাসে(নভেম্বর-ডিসেম্বর)অনুপ্রবেশের ঘটনায় স্থানীয় থানাগুলোতে মোট ২৫৩টি মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে তারা সবাই বাংলাদেশি নাগরিক। তারা কাজের সন্ধানে এক বা দুই বছর আগে ভারত গিয়েছিলেন।’
‘তারা ভারতীয় নন। তবে, ভারতীয় নাগরিকরা এনআরসির কারণে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করবে…এটি হতে পারে না। তাই এটি নিয়ে আমরা উদ্বিগ্ন নই,’যোগ করেন তিনি। বিজিবি মহাপরিচালক গত মাসে নয়াদিল্লিতে মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের ফলাফল সম্পর্কে এ সংবাদ সম্মেলন করেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান