লকডাউনের কারণে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকা পড়া আরও ৫০ বাংলাদেশি বুধবার বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। বিশেষ ব্যবস্থাপনায় সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা দেশে ফিরে আসেন। এ নিয়ে গত ৫ দিনে দেশে ফিরেছেন ২৮৩ বাংলাদেশি।
আজ ফিরে আসা সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য তাদের বেনাপোল পৌরসভা কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তবে ফেরত আসা যাত্রীদের মধ্যে এ পর্যন্ত আটজনের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া গেছে। তাদের হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখার ব্যবস্থা করেছে স্বাস্থ্য বিভাগ।
ইমিগ্রেশনে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ‘বুধবার দুপুরে ফেরত আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পর বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠনিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।’ সূত্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার