দেশের খাদ্য ঘাটতি মেটাতে সরকারি পর্যায়ে ভারত থেকে দেড় লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করবে সরকার।
বুধবার ৬ ডিসেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়় এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রতি টনে ৪৪০ মার্কিন ডলার হিসেবে দেড় লাখ টন চাল আমদানিতে বাংলাদেশি টাকায় মোট খরচ হবে ৫৪৭ কোটি ৮০ লাখ টাকা।
আজকের বাজার:এলকে/এলকে ৬ ডিসেম্বর ২০১৭