ভারত থেকে বিদ্যুৎ আমদানির আহবান জেটলির

ভারত থেকে বাংলাদেশকে বিদ্যুৎ আমদানির আহ্বান জানিয়েছেন ঢাকায় সফররত দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে ভারতের একটি বিশেষ বিমানে কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে পৌঁছান ভারতের অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী।

তিনি বলেছেন, ভারতের পর্যাপ্ত বিদ্যুৎ রয়েছে বাংলাদেশ চাইলে তা নিতে পারে। বিদ্যুত খাতে দুই দেশ যৌথভাবে কাজ করতে পরে।

গতকাল ৩ অক্টোবর মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস মিটিং’ এ তিনি এ কথা বলেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, ফেডারেশন অব ইন্ডিয়া চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসি) প্রেসিডেন্ট পঙ্কজ প্যাটেলসহ দু দেশের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন ।

ভারতের অর্থমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সমাধান হয়েছে। এখন সময় এসেছে অর্থনৈতিকভাবে সম্পর্ক নতুন মাত্রায় নেয়ার। বাণিজ্য সম্পসারণে বাংলাদেশ- ভারতের সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে ।

তিনি বলেন, বাংলাদেশ বাণিজ্যিক হিসেবেও ভারতে বড় বন্ধু। কৃষি, ওষুধ, আইটি ও স্বাস্থ্য খাতে বাংলাদেশ-ভারত যৌথভাবে কাজ করতে পারে। এতে যু্ক্ত হলে বাংলাদেশ উপকৃত হবে।

সীমান্তের কাছে বাংলাদেশের দুটি ইকোনোমিক জোন রয়েছে। এখান থেকে ভারত ট্রেড করা গেলে বাণিজ্য আরও বাড়বে বলে মনে করেন জেটলি।

অরুণ জেটলি বলেন, দুই দেশের সুসম্পর্ক ও সম্ভাবনার সর্বোচ্চটা কাজে লাগাতে পারলে সামাজি, অর্থনৈতিক ও সরকারি পর্যায়ে এর সুফল পাওয়া যায়।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকায় অবস্থান ভারতের অর্থ ও করপোরেট বিষয়ক মন্ত্রী অরুণ জেটলি।

আজকের বাজার:এলকে/এলকে ৪ অক্টোবর ২০১৭