ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে সরকার

ফাইল ছবি

ভারতের ত্রিপুরা থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার(২৯ মে) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে অনুমোদনের জন্য  প্রস্তাবটি উপস্থাপন করা হয়।

জানা গেছে, ত্রিপুরার সূর্যমণিনগর থেকে কুমিল্লা পযর্ন্ত হাইভোল্টেজ ডিসি লাইন নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে এক হাজার ৩৪২ কোটি টাকা।

বর্তমানে ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইনের মাধ্যমে ত্রিপুরা সূর্যমণিনগর থেকে কুমিল্লা উপকেন্দ্রের মাধ্যমে রেডিয়াল মোডে বাংলাদেশ ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। এই লাইনের মাধ্যমেই ব্যাক টু ব্যাক স্টেশন দিয়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে।

বৈঠকে সারাদেশের সড়ক অবকাঠামো নির্মাণে পাঁচটি প্রকল্প তোলা হয়েছে। এছাড়া নগরবাড়িতে আনুষঙ্গিক সুবিধাসহ নদীবন্দর নির্মাণ প্রস্তাব উপস্থাপন করা হয়েছে বৈঠকে। যাতে ব্যয় ধরা হয়েছে ৫১৩ কোটি ৯০ লাখ টাকা।

আরজেড/