ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তে এক বন্দুক যুদ্ধে কমপক্ষে দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের সরকারি কর্মকর্তারা।
১৬ সেপ্টেম্বর শনিবার শ্রীনগরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুপওয়ারা সীমান্ত এলাকার মাচিল সেক্টরে এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।
ভারতের সামরিক বাহিনী জানিয়েছে, জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ওই দুই জঙ্গি নিহত হয়।
সূত্র : সিআরআই
আজকের বাজার : এমএম / ১৭ সেপ্টেম্বর ২০১৭