ভারত, নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ

প্রথমবারের মতো হুইল চেয়ার ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এতে অংশ নিবে বাংলাদেশ, ভারত ও নেপাল। নেপালে বসবে তিন জাতির এই টুর্নামেন্ট। আর এতে অংশ নিতে দেশ ছেড়েছে ২০ সদস্যের বাংলাদেশ দল। ১৪ জন ক্রিকেটার ও ৬ জন অফিশিয়াল ছিলেন এই দলে। আজ গিয়ে আগামীকালকেই মাঠে নামবে বাংলাদেশ।
১৪ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ১৬ ডিসেম্বর তিন জাতির এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
এই সফরে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্বে থাকবেন মোহাম্মদ মহসিন। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন নুর নাহিয়ান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও এমপি নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের পুরো নেপাল সফরের পৃষ্ঠপোষকতায় আছেন।

উল্লেখ্য, এর আগে ভারতের বিপক্ষে তাদের মাটিতে তাজমহল ট্রফি জিতেছিল বাংলাদেশ। এছাড়া ২০১৭ সালে বাংলাদেশ ওয়ালটন ট্রফি জিতেছিল মহসিনবাহিনী।

আজকের বাজার: সালি/ ১৩ ডিসেম্বর ২০১৭