কাশ্মীরের নিকটবর্তী ভারত-পাকিস্তান সীমান্তে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সীমান্ত অঞ্চলে উপকেন্দ্র হলেও এতে দেশটির রাজধানী দিল্লিও কেঁপে ওঠে। একইভাবে, ভূমিকম্প অনুভব করা গিয়েছে পাকিস্তানের লাহোর ও ইসলামাবাদে।
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে বেশ কয়েক সেকেন্ড স্থায়ীত্বের এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিলো ৬.০। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় সভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ২৩ মিনিটে সান অ্যান্টোনিও’র ৬২ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
আজকের বাজার/এমএইচ