ভারত পেল আগামীর তারকা, ছেলের শতরানে গ্যালারিতে বাবার চোখে আনন্দাশ্রু

একের পর এক তারকা যখন প্যাভিলিয়নের পথ ধরেছেন।  ঠিক তখনি দলরে হাল ধরলেন নীতীশ কুমার রেড্ডি।  একটি নজিরও গড়ে ফেলেছেন এই তরুণ। চলতি বর্ডার–গাভাসকার ট্রফিতে মেরেছেন আটটি ছয়। অস্ট্রেলিয়ায় একটি সিরিজে এত ছয় আর কোনও ভারতীয় ব্যাটার আজ অবধি মারতে পারেননি।

পাশাপাশি তিনি মাইকেল ভন ও ক্রিস গেইলের পাশে জায়গা করে নিয়েছেন। এর আগে ২০০২–০৩ অ্যাশেজে ভন আটটি ছয় মেরেছিলেন অস্ট্রেলিয়ায়। আর ২০০৯–১০ সালে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল অস্ট্রেলিয়ার মাটিতে একটি সিরিজে আটটি ছয় মেরেছিলেন।

বর্ডার গাভাসকার ট্রফিতেই অভিষেক টেস্টে। টানা চারটি টেস্ট খেলে ফেললেন নীতীশ। বল হাতে অতটা সফল না হলেও ব্যাট হাতে সফল। পেয়ে গেলেন মেলবোর্নে জীবনের প্রথম টেস্ট শতরান। গ্যালারিতে বসে ছেলের শতরান দেখে বাবার চোখে আনন্দাশ্রু।

মেলবোর্নে আরও একটি রেকর্ড করে ফেলেছেন নীতীশ। এই প্রথম আট নম্বরে নেমে কোনও ভারতীয় ব্যাটার অস্ট্রেলিয়ায় শতরান করলেন। মাত্র ২১ বছর ২১৬ দিন বয়স নীতীশের। তৃতীয় কনিষ্ঠ ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম শতরান পেলেন নীতীশ।