ভারতীয় জাল নোটসহ দুই বাংলাদেশি গ্রেফতার

ভারত ও বাংলাদেশের সীমান্তে ভারতীয় জাল নোটসহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির শুল্ক বিভাগের কর্মকর্তারা।

বুধবার (৪ জুলাই) তাদের গ্রেফতার করা হলে বৃহস্পতিবার (৫ জুলাই) বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে  ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত।

আটকৃতরা হলেন-মহম্মদ জোসেফ (২২) ও মহম্মদ রাকিব(২৭)।

শুল্ক দফতরের দাবি, দুইটি ব্যাগের মধ্যেই একটি করে কাগজের প্যাকেটে তিনটি করে দুই হাজার রুপির নোট এবং চারটি করে পাঁচশত ভারতীয় জাল নোট পাওয়া গেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পেট্রাপোল সীমান্তের শুল্ক দপ্তরের সুপার অর্কপ্রভ বন্দোপাধ্যায় জানান, মো. জোসেফ এবং মো. রাকিব নামে দুই বাংলাদেশি নাগরিক বুধবার সন্ধ্যা নাগাদ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। শুল্ক দফতরে ব্যাগেজ পরীক্ষায় সময়ই তাদের দুজনের ব্যাগ রেখে চলে গিয়েছিলেন।

কিছু সময় পর দুজনই পাসপোর্ট এন্ট্রি সিল লাগিয়ে শুল্ক দফতরে যান এবং ফেলে যাওয়া ব্যাগ দুটি খোঁজেন। ওই যুবকদের গতিবিধি সন্দেহজনক বলে মনে হওয়ায় শুল্ক দফতরের একজন কর্মকর্তা ডেকে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। এবং ব্যাগ তল্লাশিতে ব্যাগের মধ্যে দুটো খামে ভরা ভারতীয় নকল নোট উদ্ধার করেন।

তবে শুল্ক দফতরের ওই কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদ করলে তারা এই নোটের বিষয়ে কিছু জানেন না বলে জানান। এবং যড়যন্ত্র করে ফাঁসানোর কথা বলেন।

আরজেড/