ভারত ভ্রমণকারীদের ওপর সুদানের নিষেধাজ্ঞা

সুদানে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। দেশটি মঙ্গলবার ভারত থেকে আসা যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারিসহ আরো কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধেরও ঘোষণা দেয়া হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ভারত থেকে যেসব যাত্রী সরাসরি এবং যারা ১৪ দিন আগে ভারত ভ্রমণ করে অন্য দেশ হয়ে সুদানে আসতে চায় তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এতে আরো বলা হয়, মিশর ও ইথিওপিয়ার যাত্রীদেরও সুদান আসার পর পুনরায় করোনা পরীক্ষা করা হবে।
সম্প্রতি ভারতে করোনা সংক্রমণ তীব্র রূপ নিয়েছে। দেশটিতে যে ধরনের করোনা ছড়িয়েছে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছে।
এদিকে সুদানে ১৬ মে পর্যন্ত ৩৪ হাজার ৭০৭ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ হাজার ১১৬ জন।
দেশটির কর্তৃপক্ষ আশংকা করছে যথাযথ পদক্ষেপ না নিলে জুনের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের দিকে করোনা সংক্রমণ এক লাখ ছাড়িয়ে যেতে পারে।
এ কারণে এক মাসের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ প্রার্থনার জন্য গণজমায়েত ও অন্যান্য আচার অনুষ্ঠানও বন্ধ রাখা হয়েছে।