ভারত শাসিত কাশ্মীরে গতকাল বুধবার সকালে যাত্রীবাহী একটি মিনিবাস ২৫০ ফুট গভীর খাদে পড়ে গেলে প্রায় ১১ জন যাত্রী নিহত হয়। আহত হয় ২৯ জন। এদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা বলেছেন,বাসটি জম্মুর পুঞ্চ জেলার সাওজিনা গ্রামের কাছে একটি গভীর খাদে পড়ে যায়। বাসটিতে ৪০ জন যাত্রী ছিল।
পিটিআই এ খবর জানিয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, ৯ জন ঘটনাস্থলে মারা যায়। পরে হাসপাতালে আরো ২ জন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায়
৬ জনকে বিমানযোগে জম্মুর একটি হাসপাতালে ভর্তি করা হয়।