ভারত সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা ব্যাপক রদবদল

ভারত সফরকে সামনে রেখে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড বিশ্বকাপের স্কোয়াড থেকে সাতটি পরিবর্তন এনে দল ঘোষণা করেছেন দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ ।

ভারত সফরের সময় ছুটিতে থাকবেন অস্ট্রেলিয়ার নিয়মিত কোচ জাস্টিন ল্যাঙ্গার ছুটিতে থাকবেন। তাই ভারত সফরে অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে থাকবেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। দলকে নতুনভাবে সাজিয়েছেন তিনি।

বিশ্বকাপের স্কোয়াড থেকে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস, ব্যাটসম্যান উসমান খাজা ও শন মার্শ, বোলার নাথান লায়ন ও নাথান কোল্টার নাইল। ইনজুরির কারণে জায়গা হারিয়েছেন জ্যাসন বেহেরেনডর্ফ।

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা মার্নাস লাবুশানে। স্কোয়াডে ফিরেছেন অ্যাস্টন টার্নার, অ্যাস্টন আগার, পিটার হ্যান্ডসকম, জস হ্যাজেলউড ও শন অ্যাবোট। ২০১৪ সালের পর এই প্রথম অ্যাবোট ডাক পেলেন ওয়ানডে দলে। অ

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৪ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। ১৭ জানুয়ারি রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ও ১৯ জানুয়ারি ব্যাঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

১৪ সদস্যের ওয়ানডে দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, শন অ্যাবোট, অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, জস হাজেলউড, পিটার হ্যান্ডসকম, মার্নাস লাবুশানে, কেন রিচার্ডসন, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার ও অ্যাডাম জাম্পা।

আজকের বাজার/আরিফ