ভারত সফরের আগে মাহমুদউল্লাহর সেঞ্চুরি

বগুড়ায় জাতীয় লিগে দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোপলিসের হয়ে সেঞ্চুরি পেয়েছেন মাহমুদউল্লাহ। ভারত সফরের আগে এ সেঞ্চুরি তাঁকে আত্মবিশ্বাস জোগাবে

অপেক্ষা ছিল মাত্র ৫ রানের। পেয়ে গেলেন তা আজ সকালেই।কাজের কাজটাই কারলো মাহমুদউল্লাহ তাঁর নামের পাশে তিন অঙ্কের রান সংখ্যা যোগ করলেন। ভারত সফরের আগে এ সেঞ্চুরি তো মাহমুদউল্লাহর প্রস্তুতিরই অংশ। নভেম্বরে ভারত সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। ১৪ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট।

বগুড়ায় জাতীয় লিগে দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোপলিসের হয়ে সেঞ্চুরি পেয়েছেন মাহমুদউল্লাহ।
মিরপুরে জাতীয় লিগের প্রথম রাউন্ডে করেছিলেন ৬৩ । তবে দ্বিতীয় ইনিংসে লম্বা ইনিংস খেলার কাজ অনেকটা সেরেছিলেন কালই। ৯৫ রানে অপরাজিত ছিলেন ঢাকা মেট্রোপলিসের এ ব্যাটসম্যান। চার দিনের এ ম্যাচে আজ শেষ দিনে সকালের সেশনে সেঞ্চুরি তুলে নিতে মোটেও কষ্ট হয়নি মাহমুদউল্লাহর। টেস্ট ক্রিকেটের বাইরে ঘরোয়া প্রথম শ্রেণিতে চার বছর পর সেঞ্চুরি পেলেন মাহমুদউল্লাহ।

ঘরোয়া ক্রিকেটে মাহমুদউল্লাহর ১২তম সেঞ্চুরি ।প্রথম ইনিংসের (৬৩)রান দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০০ রান পুর্ণ্য করলেন তিনি ।

আজকের বাজার/আরিফ