ভারত সফরে গেলেন নেপালের প্রধানমন্ত্রী

ভারত সফরে গেলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওল। শুক্রবার তিনি ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যান। ভারতরে ইন্দিরাগান্ধী বিমানবন্দরে পৌঁছালে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

বিশ্লেষকরা তার এই সফরকে দু’দেশের তিক্ত সম্পর্কের উন্নয়নের ইঙ্গিত হিসেবে দেখছেন। খবর কাঠমান্ডু পোস্টের।

তিনদিনের এ সফর চলাকালে ওলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করবেন এবং দেশটির নদীপথ ব্যবহার বিষয়ে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

এছাড়াও নেপালের প্রধানমন্ত্রী এর আগে ভারতের প্রতিশ্রুতি দেয়া বিভিন্ন অবকাঠামো প্রকল্পের কাজ সম্পন্ন করতে নয়াদিল্লীর প্রতি অনুরোধ জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

এ সফরের আগে পার্লামেন্টে দেয়া ভাষণে ওলি বলেন, তার ভারত সফরের প্রধান উদ্দেশ্য দু’দেশের মধ্যে একটা ভারসাম্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।

আরএম/