ভারত সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।
বুধবার (২৬ জুলাই) বিকাল ৪টায় জেট এয়ারওয়েজের একটি বিমানে তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে এরশাদকে স্বাগত জানান পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, গোলাম কিবরিয়া টিপুসহ সিনিয়র নেতারা।
এরশাদের ভারত সফর নিয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় তার বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আজকের বাজার/এমএইচ