ভারত সিরিজ শেষ ডু প্লেসির

সফরকারী ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটা যে মোটেও সহজ হবে না তা পরিস্কার হয়ে গেছে সিরিজের প্রথম ওয়ানডেতেই। দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজটা ২-১ এ জিতলেও বৃহস্পতিবার ৬ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ভারত জিতে নিয়েছে ৬ উইকেটে। যা সিরিজে জমজমাট একটা লড়াইয়ের বার্তা দিয়ে রেখেছে। কিন্তু সেই লড়াইয়ে বড়সড় ধাক্কা খেয়ে বসলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির। এমনকি খেলতে পারবেন না তিনি টি-টুয়েন্টি সিরিজও।

ডারবানে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে অন্যদের ব্যর্থতার মাঝে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন ডু প্লেসি। পরে বিরাট কোহলির সেঞ্চুরির কাছে সেটি ম্লান হয়ে যায়। সেই কোহলিরই ক্যাচ নিতে গিয়ে তর্জনীতে চোট পান ডু প্লেসি।

এর আগে ওয়ানডে সিরিজ শুরুর আগেই প্রথম তিন ওয়ানডের জন্য ছিটকে গিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। ডু প্লেসির পরিবর্তে প্রোটিয়া ওয়ানডে দলে ডাকা হয়েছে ফারহান বেহারদিনকে। অন্যদিকে ডি ভিলিয়ার্সের জায়গায় দলে ডাকা হয়েছে হাইনরিখ ক্লাসেনকে। প্রথম বারের মতো জাতীয় দলে ডাক পেলেন তিনি।

ডু প্লেসির পুনর্বাসন শেষ হতে কমপক্ষে ৩ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। ১ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে ফের মাঠে ফেরার আশা ডু প্লেসির। যদিও সেখানেও তার ফেরা নিয়ে রয়েছে শঙ্কা।

রোববার সেঞ্চুরিয়নে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ডু প্লেসি নেই, নেই ডি ভিলিয়ার্সও। দলকে নেতৃত্ব দেবেন কে, সেটি নিয়ে মহা ভাবনায় পড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

আজকেরর বাজার: সালি / ০৩ ফেব্রুয়ারি ২০১৮