ভারী বর্ষণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে পাকিস্তানের পূর্বাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ১৫-তে দাঁড়িয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৮০ সালের পর পাকিস্তানের লাহোরে এবার সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে। বুধবার পর্যন্ত এ বর্ষণ অব্যাহত রয়েছে। খবর ইউএনবি।
এদিকে বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাসিন্দারা।
উদ্ধারকর্মী এবং সরকারি সূত্র জানায়, ভারী বর্ষণে জলাবদ্ধতা এবং পানি বৃদ্ধির পাশাপাশি বিদ্যুতায়িত হয়ে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে।
পাকিস্তানে ভারী বর্ষণের কারণে প্রতিবছরই আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটে। এতে প্রচুর হতাহত এবং ক্ষয়ক্ষতির ঘটনা মোকাবেলায় চেষ্টা চালিয়ে আসছে দেশটি।
আজকের বাজার/এমএইচ